Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে দুল্যাতলী

লক্ষীছড়ি সদরের উত্তর-পূর্ব দিকে অবস্থিত দুল্যাতলী ইউনিয়ন।বিচিত্র প্রাকৃতিক সমারোহ ও পাহাড়ের সরল অধিবাসীর মিলন মেলায় সম্মৃদ্ধ এই দুল্যাতলী ইউনিয়ন-

দুল্যাতলী ইউনিয়নের সীমানা নিম্নরুপ:-

উত্তরে:-সিন্দুকছড়ি ইউনিয়ন। দক্ষীণে:-লক্ষীছড়ি ইউনিয়ন। পূর্বে:-নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন। পশ্চিমে:-মানিকছড়ি ইউনিয়ন।

আয়তন: ৬২.২৯ বর্গ কিলোমিটার, লোকসংখ্যা:৭,৬১৩ জন(পুরুষ-৩৮৭৮ জন, মহিলা-৩৭৩৫ জন)

শিক্ষার হার: ৩১%,

মৌজা: ৫টি,

      ১।২১৯নং দুল্যাতলী মৌজা।

      ২।৮১নং বানর কাটা মৌজা

      ৩।২১৭নং জারুলছড়ি মৌজা

      ৪।৮০নং দুরছড়ি মৌজা

      ৫।৮৮নং ডানে বানর কাটা